প্রতিভাস চাকমা

My blogs

About me

Gender Male
Industry Non-Profit
Occupation ছাত্র
Location রাঙ্গামাটি, চম্পকনগর, Bangladesh
Introduction বাবা মৃত চন্দ্র শেখর চাকমা, মাতা দীপ্তি চাকমা । দুই ভাইয়ের মধ্যে আমি ছোটো । ব্যক্তিগত মূল্যায়নে আমি ছোটকাল থেকেই স্বাধীনচেতা,আর সেটাই হয়তো আমার চরিত্রের সবচেয়ে খারাপ দিক আর সেই কারণেই কিছুটা একরোখা প্রকৃতির । যা নিজের কাছে নিজের বিবেচনায় ভালো এবং যুক্তিসংগত মনে হয় সেটাই করি । কারো পরামর্শকে একেবারেই অগ্রায্য করি না, মানুষ মাত্রই ভুল করে, জেনে শুনে অথবা না জেনে, আমিও তার ব্যতিক্রম নোয়, হয়তো আমার ভুল মনে হয়না । যেহেতু গনতান্ত্রিক দেশেই আমার বাস, গনতন্ত্রের চর্চা করার চেষ্টা করি, নিজের মতামত দেওয়ার চেষ্টা করি । সবচেয়ে বড় কথা যা আমি মানি, আমি কেমন তা আপনারা এবং আমার বন্ধুমহল ভালো বলতে পারবেন । নিজেকে শোধরাতে আপনাদের মতামত একান্ত কাম্য ।