রুশোর সিনেমাবাড়ি

My blogs

About me

Introduction আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো , দোয়েলের শিসের জন্যে শিশুর গালের একটি টোলের জন্যে আমি হয়তো মারা যাবো ! কারো চোখের মণিতে ... গেঁথে থাকা একবিন্দু অশ্রুর জন্যে , একফোঁটা রৌদ্রের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো ! খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে , একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে । © আমার নিজের লেখা ও তোলা ছবি, যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।© আমার মেইল এড্রেস kawser_cuet@yahoo.com