স্বপ্নবাজ
My blogs
Gender | Male |
---|---|
Industry | Technology |
Occupation | Computer Programmer |
Location | Paris, Stains, France |
Introduction | আমি সম্প্রতি বাস্তব জগত থেকে বের হয়ে আসা এক স্বপ্নবাজ। আমি স্বপ্ন দেখি-স্বপ্ন বুনি, কখনও কখনও ভেসে বেড়াই কল্পনার রাজ্যে। কিন্তু বাস্তবতা ব্যাটা বড়ই বেরসিক, এই স্বপ্নবিলাসী মানুষটাকে মাঝে মাঝেই বাস্তবতায় টেনে নামিয়ে বিরক্ত করে.... ওহ! আমি কেন ব্লগে সময় নষ্ট করি?... ব্লগ আমার মনের খোলা জানালা। আমি ব্লগকে মনে করি একটি সৃষ্টিশীল মাধ্যম। মনের খোলা এই জানালায় আমি দেখি অনেক রঙের বিচ্ছুরন। অনেক রঙের সে আলোর বিচ্ছুরনে আমি সাজাই ব্লগের পাতাকে। নতুন করে দেখি। নতুন করে ভাবি। আর সে ভাবনার কথা লিখে জানাই সবাইকে। ব্লগে এসে আমার প্রাপ্তি অনেক। এমন অনেক মানুষকে পাশে পেয়েছি যার জন্য নিজেকে ভাগ্যবান মনে হয়। হয়তো ব্লগে না এলে আমি এমন অসাধারন মনের মানুষদের পেতাম না। তাই নিজেকে তাদের পাশে যোগ্যতম করার একটা সুপ্ত ইচ্ছে কাজ করে সবসময়। নিজেকে শুদ্ধ করার এই যে সুপ্ত ইচ্ছের প্রকাশ এটিকে আমার সবচেয়ে বড় পাওয়া বলে মনে হয়। |