পরবাসিয়া পাঁচালী

My blogs

About me

Introduction পরিকল্পনা অনেকদিনের। একটা বাংলা ম্যাগাজিন করার। যেহেতু আমরা সবাই ক্যাম্পাস নামক একটা পাঁচিল ঘেরা জায়গায় বাস করি, তাই সত্যিকারের ম্যাগাজিন হলে অনেক সমস্যা । তাই অনেক বৈঠকের পর শেষ পর্যন্ত ব্লগ আকারেই করার কথা ঠিক হোল। নাম 'পরবাসিয়া পাঁচালী'। যদিও পরবাস যাপনের গল্প এর মূল উদ্দেশ্য নয়। লেখককে পরবাসী হতে হবে, এমন নিয়মও কিছু নেই। নামটার কারণ, উদ্যোক্তারা সবাই বাড়ি ছেড়ে একত্রে পরবাসী (মাত্র হাজারখানেক কিলোমিটার দূরের একটা জায়গা, যেখানকার মুখ্য ভাষা আবার বাংলার তুতো-ভাই)। যারা 'লুব্ধক' নামের হুজুগে দলটার (নাটকের) কথা জানেন, তাদের জ্ঞাতার্থে বলি- এই ব্লগটা তাদেরই ওই হুজুগের একটা আলাদা অংশ। পরিকল্পনা অনুযায়ী এই ব্লগে গল্প, কবিতা, প্রবন্ধ, ছবি... সবকিছু থাকবে । নির্ধারিত লেখক কেউ নেই, শুধু বাংলা হলেই চলবে। সবাই হুজুগে সামিল হন আর বাকিদেরও হওয়ান।