Blogger
সুস্মিতা বিশ্বাস সাথী
On Blogger since: April 2020
Profile views: 1,086

My blogs

About me

GenderFemale
IndustryArchitecture
Occupationআর্কিটেক্ট
Locationগুয়াংজু , গুয়াংডং, China
Introductionসুস্মিতা বিশ্বাস সাথী একজন বাংলাদেশী গীতিকবি যিনি অনেক অল্প বয়সে লেখা দিয়ে মানুষের মন জয় করে নেন। তখন সুস্মিতা বিশ্বাস সাথী ১০ম শ্রেণীর স্কুল ছাত্রী। “স্বপ্নে তার সাথে হয় দেখা” গানটি ওই সময়েই লেখা হয়। ২০০৬ এ রিলিজ হওয়া হাবিব ওয়াহিদের প্রথম সোলো এলবাম 'শোনো' এর গান। সকল শ্রোতার অন্তরে হাবিব ওয়াহিদ জায়গা করে নিয়েছেন এ গান দিয়ে। 'শোনো' এলবাম এর গানগুলো শুনলে এখনও বারবার প্রেমে পড়তে ইচ্ছে হয়। “স্বপ্নে তার সাথে হয় দেখা” শুনে এখনও এক মায়াবতী রমণীর চেহারা ফুটে ওঠে। দারুন শ্রোতাপ্রিয়তা পায় গানটি। এই এলবামের মাধ্যমেই গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন খুলনার মেয়ে সুস্মিতা বিশ্বাস সাথী। পরবর্তীতে সুস্মিতার একক লিরিকেই হাবিব তার দ্বিতীয় সলো অ্যালবাম "বলছি তোমাকে" প্রকাশ করেন। যে অ্যালবামের কথা-সুর শ্রোতামহলে দারুণ প্রশংসিত হয়। হাবিব ওয়াহিদের অসংখ্য শ্রোতাপ্রিয় গানের গীতিকার বর্তমানে স্থপতি এই সুস্মিতা বিশ্বাস সাথী। অল্প বয়সে এত চমৎকার সব লিরিক্স লিখে ফেলা নি:সন্দেহে চমকপ্রদ। শুধু হাবিব নয় হৃদয় খান, ন্যান্সি, তাহসান সহ উদীয়মান আরো অনেক জনপ্রিয় সিঙ্গারের জন্য নিয়মিত গান লিখে যাচ্ছেন সুস্মিতা।
Interestsলিরিক্স , কবিতা , উপন্যাস
Google apps
Main menu