Genesis Hospital

My blogs

About me

Location Kolkata, West Bengal, India
Introduction পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিখ্যাত সার্জেন ডঃ পূর্ণেন্দু রায়, (এমএস, এফআরসিএস, এফআইসিএস, এফএআইএস) ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে কয়েক দশক ধরে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন নিরলসভাবে। তিনি এমন একটি হাসপাতালের স্বপ্ন দেখেছিলেন যা আপামর বাংলাকে সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক প্রযুক্তিগত চিকিৎসা প্রদান করবে। ১৪ ই ফেব্রুয়ারী, ২০০৪ সালে প্রতিষ্ঠা হয় জেনেসিস হাসপাতাল। ৩০টি বেড এবং ৪টি অপারেশন থিয়েটার নিয়ে পথ চলার শুরু। স্বল্প মূল্য ও সুষ্ঠ পরিষেবার ফলে শহরের বুকে এই হাসপাতাল হয়ে উঠল অনন্য। শুধু এই শহর বা মফস্বল প্রান্ত থেকে নয়, ধীরে ধীরে ভিন্ রাজ্যর মানুষরাও ভিড় করতে লাগলেন এই প্রতিষ্ঠানে। সুস্থ পরিকাঠামো ও আধুনিক চিকিৎসা পদ্ধতির ডানায় ভর করে জেনেসিস হয়ে উঠল জনপ্রিয়, হয়ে উঠল বিপদকালীন পরিস্থিতে সাধারণ মানুষের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা। সাধারণ বেডের সংখ্যা ৩০ থেকে ক্রমশ বেড়ে দাঁড়াল ৮৫ তে। এর সাথে যুক্ত হল আধুনিক ভেন্টিলেটর এবং অন্যান্য অপরিহার্য সুবিধার সাথে ১০ টি বেডের আইসিসিইউ / আইটিইউ। গত চোদ্দ বছরে পঞ্চাশ হাজারের বেশি মানুষ উপকৃত হয়েছেন এই প্রতিষ্ঠান থেকে। অসুখে, অসময়ে বারে বারে বেছে নিয়েছেন বাইপাস ও কসবা সংলগ্ন এই স্বাস্থ্য পরিষেবা কারণ স্বল্প মূল্যে, আধুনিক চিকিৎসার অন্যতম নাম হল জেনেসিস হাসপাতাল।