Sheriff Sarif

My blogs

About me

Gender Male
Industry Banking
Occupation আইন
Location ঢাকা, Bangladesh
Introduction আমি কেউ না। কিছু না। একটা মানুষের অবয়বের মধ্যে প্রান নামের একটা অচিন পাখিকে ঢুকিয়ে রাখা হয়েছে। তারপর একটা চাবি মেরে ছেড়ে দেওয়া হয়েছে - তাই জনম ধরে চলছে! আমি মনে করি সৃষ্টিকর্তা আমার প্রতি বড়ই সদয় হয়েছেন বলেই আমার প্রান পাখিকে মানব অবয়বের মধ্যে রেখেছেন। নতুবা তিনি তো এই প্রাণকে একটা গরু, ছাগল, ভেড়া কিংবা কোন বন্য বা জলজ প্রাণীর কাঠামোতে ঢুকিয়ে দিতে পারতেন!!! আমাকে সৃষ্টির সেরা জীবের কাতারে রাখা হয়েছে। আমি সবসময়েই সঙ্কিত থাকি বিচার দিনে আমি আমার মর্যাদা রাখতে পারবো কিনা...! আমি কম বুঝি ও কম বোঝা লোকদের পছন্দ করি! একটু দেরীতে সবকিছু অনুধাবন করতে পারি। তবে নির্ভুল ভাবে বুঝতে ও কাজ করতে ব্যাকুল থাকি। উদাসীনতাও কাজ করে। ধৈর্যচুটি ঘটে। নতুন কাজ শুরু করতে ভালো লাগে। তবে হাফ - ডান করে ফেলে রাখার বৈশিষ্ট্য সংবলিত। আমি নিজের দোষ নিজেই প্রকাশ করতে মরিয়া, অন্যের কাছে দোষ শুনতে ভাললাগে না। তবে সংশোধনযোগ্য পরামর্শ গ্রহন করি। আমি আমার শরীরের চারটা অঙ্গ খুব বেশী পছন্দ করি, তাহলো আমার দুই চোখ আর দুই হাত।
Interests চুপ করে দেখা, দেখতে দেখতে ভাবা তারপর লিখতে চেষ্টা করা। চুপ করে শোনা, শোনার পরে ভাবা তারপরে কিছু বলতে চেষ্টা করা। কষ্টগুলো মনে করা। সুখগুলো মনে করা। গল্প শোনা ও বলতে চেষ্টা করা। একা একা ঘুরে বেড়ানো।
Favorite Movies আমার ও মানুষের জীবন কাহিনী।
Favorite Music মনের মতো যেকোনো গান যা সময় ও অবস্থানগত মানসিক অবস্থার সাথে যায়।
Favorite Books পড়তে ভালো লাগে আবার লাগেনা।