Musfequr Rahman

My blogs

About me

Gender Male
Introduction বিছমিল্লাহির রাহমানির রাহীম। ইসলাম একটি পূর্নাঙ্গ জীবন বিধান। এই ব্লগের উদ্দেশ্য হল আপনাদের ইসলাম সম্পর্কে জানানো,কারন বেশিরভাগ মুসলমান তাদের নিজ় দ্বীন ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানে না,এর ফলে যখনি এর বিরুদ্ধে কোন লেখা তারা দেখতে পায় তখনিই তারা প্রভাবিত হয়,কিন্তু সঠিক জ্ঞান থাকলে এরকম হত না বলে আমরা বিশ্বাস করি,কারন একজন মুসলমান যখন তার দ্বীন সম্পর্কে জানবে এবং পাসাপাসি এর বিরুদ্ধ কথা সম্পর্কে জানবে তখনি সে বেছে নিতে পারবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক।চাইলে সে ইসলাম পালন করবে আর না চাইলে সে ইসলাম পালন করবে না।তাই আমরা চাই ইসলাম সম্পর্কে জানাতে আমরা ইসলাম বোঝাতে চাই না,কারন আমরা বিশ্বাস করি একজন বিবেকবান শিক্ষিত মানুষ হিসাবে প্রতিটি মানুষের যোগ্যতা রয়েছে ভাল ও মন্দ বুঝতে পারার ক্ষমতা।একটি ভাল ইসলামী বই আপনার মনে জমে থাকা অসংখ্য প্রশ্নের উত্তর দিতে সক্ষম তাই চেষ্টা করুন নিজ দ্বীনকে জানতে,একই সাথে ইসলামি বই এর পাঠক তৈরী করা এই ব্লগের প্রধান উদ্দেশ্য।পরিশেষে সবকিছুর জন্য আল্লাহর উপর ভরসা করছি।