সমরেন্দ্র বিশ্বাস

My blogs

About me

Introduction Passed Mechanical Engineering from Jadavpur University, Kolkata in the year 1979. Ex-employee of Steel Authority of India Limited, Bhilai. Currently reside in the city of Bhilai, Chhattisgarh, India. সমরেন্দ্র বিশ্বাসের জন্ম ১৯৫৭ সালে, কোলকাতায়। স্কুল জীবন কেটেছে পশ্চিমবঙ্গের কাঁচরাপাড়াস্থ জোনপুর হাই হায়ার সেকেন্ডারী স্কুলে । এর পরে যাদবপুর ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক । চাকুরীসূত্রে ভিলাই স্টীল প্লান্টের আধিকারিক, বর্তমানে অবসরপ্রাপ্ত । ছত্তিশগড়ের ভিলাইতে ১৯৮০ থেকে এখনো পর্যন্ত দীর্ঘকালীন বসবাস। ইতিপূর্বে প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে - তবু স্পন্দমান পথ (১৯৮৬), সময়ের পদাবলী / স্রোতে স্রোতে ভাসমান ভেলা (১৯৮৯), হাওয়া শিকার (১৯৯৫) , পিতৃস্মৃতি,উদ্বাস্তু শিক্ষিকা ও অন্যান্য কবিতা (২০০৫), হাফিজের ফেয়ারওয়েল (২০১৫) , অনন্ত জলশব্দে আমি (২০১৬) । সমরেন্দ্র বিশ্বাসের বেশ কিছু বাংলা গল্প বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে ।