শমীক (জয়) সেনগুপ্তের কবিতারা

My blogs

About me

Gender Male
Location কোলকাতা , বাংলা, India
Introduction আমি কে........ শুনেছিলাম আমার পূর্বসূরীরা পূর্ববঙ্গের বরিশাল জেলার অধিবাসী ছিল... পিতৃ-পিতামহের পরিচয়ে আমি বরিশালের গুঠিয়া গ্রা্মের (যা কিনা ঝালোর-কাঠি উপ-জেলার অন্তর্গত) বড়-বাড়ি বা জমিদার বাড়ির ছেলে।। আমার মামাবাড়ির আদি নিবাস ইলুহার গ্রামে...সেখানকার তালুকদার বাড়ি বা কাঞ্জিলাল -বাড়ি।। উপজেলা বানারিপাড়া... আরও ২টো জায়গার নাম শুনেছি... ১টা হল চাহার গ্রাম, অন্যটা পিরোজপুর টাউন...... গল্পকথায় শোনা ১ স্বপ্নের জগত এঁকেছি মানস চক্ষে..... কিন্তু বাস্তবের মাটিতে পা পড়লেই নিজের শিকড় অনুভব করি আমার শহর...আমার কোলকাতায়....আমার নিউ-আলিপুরের বাড়ি...আমার হরিদেবপুরের মামাবাড়ির ছাদ... আমার অস্তিত্ব, মায়ের গন্ধ....বাবার ছেলেমানুষী....মামাদের না চাইতে দেওয়া ১ রাশ আদর... আমার আর বাকি ভাই-বোনের ভাব-আড়ি.....সব,স-ব ফিরে আসে..... যারা শুধু ফেরে না তাঁরা আমার আম্মা বড়দিদি দাদু গুরুদেব দাদু..... আমি আমার দাদামশাই আর দিদা কে চোখে দেখিনি...কিন্তু মা ছোটবেলা থেকে শিখিয়েছে যে তাঁরা সব সময় আমার সাথে আছে...আমার ও ওটাই বিশ্বাস.... যারা আজ শুধুই স্মৃতিতে.....তাঁরা কেউই হারায়নি।।